জুরাইনে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: 4:37 am, December 31, 2024 | আপডেট: 4:37 am,

জুরাইনে ৫৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন: বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা, সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক বন্ধের দাবিতে মতবিনিময় সভা করেছে শ্যামপুর থানার অন্তর্গত ৫৪ নং ওয়ার্ড বিএনপি।

 

৩০ ডিসেম্বর (রবিবার) বেলা ১১ টায় রাজধানীর জুরাইন বাজারে ( জুরাইন বালুর মাঠে) ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামান আহমেদ পিন্টুর সভাপতিত্বে ও মোঃ হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

 

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জুরাইন বাজারে আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের চাঁদাবাজিতে দোকানদাররা অতিষ্ট ছিল। এখনো নীরবে চাঁদাবাজি হচ্ছে। এখানকার রেন্ট এ কারের গাড়িগুলাতে প্রতিনিয়ত সাবেক কমিশনের লোকজন চাঁদাবাজি করে যাচ্ছে।

 

রবিন আরো বলেন, ঢাকা -৪ এ বিগত সরকার গুলোর আমলে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। এখানে কোন হসপিটাল ও কমিউনিটি সেন্টার গড়ে ওঠেনি, কোন খেলার মাঠ নেই।

 

তিনি বলেন, ঢাকা চারে কোন গডফাদার থাকতে পারবেনা। কোন চাঁদাবাজ থাকতে পারবেনা, মাদকের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন মাদক কারবারিদের কে ধরে বেধে পুলিশের হাতে তুলে দেবেন।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ, আলহাজ্ব জাফর হোসেন, শ্যামপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, শ্যামপুর থানা বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান, শ্যামপুর থানা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলিমুল বাড়ি জুয়েল, জুরাইন বালুর মাঠের ব্যবসায়ী আবু কালাম সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *