নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা থাকে -আমীর খসরু মাহমুদ চৌধুরী

প্রকাশিত: 4:24 am, April 10, 2025 | আপডেট: 4:24 am,

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা থাকে -আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের আস্থা থাকে, যা সরাসরি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।” বুধবার (৯ এপ্রিল) রাজধানীতে এক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, “বিএনপির রাজনীতি হলো বিনিয়োগবান্ধব রাজনীতি। বেসরকারি খাতের প্রবৃদ্ধির পেছনে বিএনপি সরকারের প্রণীত নীতিমালাই ছিল অন্যতম সহায়ক।” তিনি আরও জানান, কর ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা ও বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে বিএনপি প্রয়োজনীয় আইন প্রণয়ন করবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *