নেত্রকোনায় অটো রিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটিতে নতুন দুইজন নিয়োগ

প্রকাশিত: 7:09 pm, April 17, 2025 | আপডেট: 7:09 pm,

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
নেত্রকোনায় অটো রিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটিতে নতুন দুইজন নিয়োগ

স্টাফ রিপোর্টার : কার্যকরি সভাপতি(২) সৈয়দ মোঃ সাইফুল ইসলাম সহ -সভাপতি মোঃ ওয়াজেদুল ইসলাম ফারাস।

 

দুনিয়ার মজলুম “এক হও! এক হও”! এই শ্লোগান কে সামনে রেখে নেত্রকোনা জেলার কুড়পাড় সিএনজি স্ট্যান্ডে শ্রমিক অফিসে অনুষ্ঠিত নেত্রকোনা জেলা অটোরিকশা অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের কমিটিতে নতুন দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে গত ৮ই এপ্রিল ২০২৫ইং রোজ মঙ্গলবার।যার রেজিঃ নং: ৩৬২১ ঢাকা।

 

উক্ত কমিটিকে গতিশীল করতে কাউন্সিলর ও নেতা কর্মীদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও সকলের রায় নিয়ে, কার্যকরী সভাপতি(২) হিসাবে মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলার কুড়পাড় নিবাসী বিশিষ্ট শ্রমিক নেতা সৈয়দ মোঃ সাইফুল ইসলাম ও সহ- সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন নেত্রকোনা জেলা স্বনামধন্য ইউনিয়ন ১২নং মদনপুর ইউনিয়নের কৃতিসন্তান, শ্রমিক বান্ধব নেতা, মোঃ ওয়াজেদুল ইসলাম ফারাস।

 

নব নিয়োগ প্রাপ্ত দুই জন শ্রমিক নেতা নেত্রকোনা জেলাবাসী ও জেলার সকল মেহনতি শ্রমিকদের কাছে ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *