পারিশ্রমিক নিয়ে প্রযোজকের সাথে বিরোধের জেরে ‘কুরুলুস’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘উসমান বে’

প্রকাশিত: 6:48 pm, July 28, 2025 | আপডেট: 6:48 pm,

পারিশ্রমিক নিয়ে প্রযোজকের সাথে বিরোধের জেরে ‘কুরুলুস’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘উসমান বে’

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’ প্রেমীদের জন্য দুঃসংবাদ। সিরিজটিতে টানা পাঁচ মৌসুম অভিনয় করা তারকা অভিনেতা বুরাক ওজচিভিত এটি থেকে বিদায় নিয়েছেন। জানা গেছে- পারিশ্রমিক নিয়ে প্রযোজকের সাথে বিরোধের জেরে ‘কুরুলুস’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘উসমান বে’।

বুধবার (২২ জুলাই) তুর্কি সংবাদমাধ্যমের সূত্রে ডন নিউজ (উর্দু) বিষয়টি নিশ্চিত করেছে। ডন নিউজ জানিয়েছে, সিরিজটির প্রযোজক মুহাম্মদ বোজদাগের সাথে নতুন মৌসুমে পারিশ্রমিক নিয়ে মতবিরোধ তৈরি হয় ওজচিভিতের। তিনি প্রতি পর্বে ৪০ লাখ তুর্কি লিরা পারিশ্রমিক দাবি করেন, যা প্রযোজনা সংস্থার পক্ষে মেনে নেয়া সম্ভব হয়নি। এর ফলে দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ‘আনফলো’ করে দেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক স্টোরিতে বুরাক লেখেন, ‘বিদায় জানানো একটা সৌন্দর্য।’ তবে, ছয় বছরের পরিশ্রম আর আবেগের যাত্রার শেষপ্রান্তে এসে দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি লেখেন, ‘যারা সত্যটা বোঝার চেষ্টা করেছেন, তাদের প্রতিও বিদায়। নতুন গল্পে শিগগিরই দেখা হবে।’

জানা গেছে, সিরিজের নতুন মৌসুমে বয়স্ক উসমান বে-কে দেখানো হবে এবং কাহিনির মূল কেন্দ্র হয়ে উঠবে তার পুত্র ওরহান গাজীর চরিত্র। যদিও নতুন উসমান বে চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মরাত ইয়াজজি ওগলু, মরাত ইয়েলদিরিম এবং ইব্রাহিম চেলিক কোলের নাম আলোচনায় রয়েছে।

উল্লেখ্য, তুরস্কের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে ওজচিভিত অন্যতম। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি প্রতি পর্বে ৪০ হাজার ইউরোর বেশি পারিশ্রমিক পেতেন, যা সিরিজের অন্য অনেক অভিনেতার তুলনায় কয়েক গুণ বেশি (১৫-৩০ হাজার ইউরো)।

২০১৯ সালে যাত্রা শুরু করা ‘করুলুস উসমান’ শুরুর পর থেকেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের নানা দেশে দর্শকদের মন জয় করে নেয়। ঐতিহাসিক প্রেক্ষাপট, দুর্দান্ত প্রযোজনা আর বুরাক ওজচিভিতের অভিনয় দক্ষতায় সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে বুরাকের বিদায়ে ‘করুলুস উসমান’ নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে বলেই মনে করছেন ভক্ত-সমালোচকেরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *