বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. প্রভাত রঞ্জন ঘোষ আর নেই


খায়রুজ্জামান সজিব,খুলনা : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শিবনগর গ্রামের প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. প্রভাত রঞ্জন ঘোষ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
ডা. প্রভাত রঞ্জন ঘোষ হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘ ৪০ বছর ধরে সেবা প্রদান করে আসছিলেন। এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সদালাপী ও পরোপকারী একজন ব্যক্তি। অসংখ্য রোগী তাঁর হাত ধরে আরোগ্য লাভ করেছেন। স্বাস্থ্যসেবায় অবদানের পাশাপাশি মানবিক গুণাবলির জন্য তিনি সর্বমহলে ছিলেন শ্রদ্ধেয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে তাঁর অবদান ও স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।