অত্যাধুনিক চাইনিজ একে২২ রাইফেল, গুলি ও ম্যাগাজিন সহ যুবক আটক

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৪ | আপডেট: ২:০৪ অপরাহ্ণ,

সোহরাব হোসেন মুন্না

করেসপন্ডেন্ট
রায়পুরা নরসিংদী:::

নরসিংদীর রায়পুরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে বাসে বসে থাকা এক যুবককে অবৈধ অস্র গুলি ও ম্যাগাজিন সহ আটক করেন, আটককৃত ব্যক্তির নাম হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৪০) তিনি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে, তার বর্তমান ঠিকানা দেওপুর বাসাপাড়া নেত্রকোনা।
৫ জুন বুধবার দুপুর ১ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঢাকা সিলেট হাইওয়ে দিয়ে অবৈধ অস্র আসছে, এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ সাফায়ত হোসেন পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল রায়পুরা থানার মাহমুদাবাদ টানপাড়া নামক স্থানে অবস্থান নিয়ে অভিযান চালায়।
পুলিশের অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নওমি পরিবহন সার্ভিসের একটি বাস থেকে পুলিশ যাত্রী বেশে বসে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে, তার কাছে থাকা ব্যাগ থেকে একটি অত্যাধুনিক অবৈধ চায়নিজ এ কে 22 রাইফেল, ১৬ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজিন, ৩ টি মোবাইল ফোন, ২ টি সিমকার্ড, ১ টি মানিব্যাগ এবং নগদ ১০ হাজার ২০ টাকা জব্দ করে, একই সাথে নওমি পরিবহন সার্ভিসের বাসটিকেও জব্দ করা হয়।
৬ জুন বৃহস্পতিবার সকালে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসানুন আলম রায়পুরা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে জব্দকৃত মালামালের বিবরণ তুলে ধরেন।
তিনি আরও জানান ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, কোন আসামীকে আটকের ২৪ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করার বিধান থাকায় তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে তদন্তের স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে, এইসব ঢাকার কোথায় এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিলো তা জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও বলেন ধৃত আসামীর বিরুদ্ধে অস্র আইনে দণ্ডবিধির ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, রায়পুরা থানা মামলা নং ৮, তারিখঃ ০৬/০৬/২০২৪ খ্রিঃ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *