অসহায় দ্বায়িত্বশীল রুমিলার পাশে বিএনপি নেতা ফয়সাল

প্রকাশিত: 5:43 pm, October 4, 2025 | আপডেট: 5:43 pm,

অসহায় দ্বায়িত্বশীল রুমিলার পাশে বিএনপি নেতা ফয়সাল

আক্তার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নওদা আদিবাসী পল্লীর রুমিলা মূর্মু গরীব কিন্তু দায়িত্বশীল এক কলেজছাত্রী। বাবা-মায়ের বৃদ্ধ হওয়ায় পরিবারে আর্থিক সাহায্য নেই। চার ভাই নিজের সংসার চালাতে হিমশিম খায়। একমাত্র উপার্জনক্ষম সদস্য রুমিলা মূর্মু। অন্যের জমিতে শ্রমিকের কাজ ও টিউশনি করে সে সংসারের খরচ এবং পড়াশোনার ব্যয় চালাচ্ছে। এত সীমিত অর্থের মধ্যে থেকেও রুমিলা দুর্গাপূজা উদযাপন করেছে।

 

রুমিলার সংগ্রামী কাহিনী ফেসবুকে ভাইরাল হলে সহায়তার হাত বাড়ান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফয়সাল আলীম। গত শুক্রবার সন্ধ্যায় তিনি নওদার পশ্চিমপাড়া আদিবাসী পল্লীতে রুমিলার বাড়িতে উপস্থিত হয়ে তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপি ও যুবদলের নেতারা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *