আইনগতভাবে আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ নেই : ইসলামী ব্যাংক

প্রকাশিত: 5:41 pm, December 23, 2025 | আপডেট: 5:41 pm,

আইনগতভাবে আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ নেই : ইসলামী ব্যাংক

চেয়ারম্যান মান্নার রিট আদেশের অপেক্ষায়, দুদকের তদন্ত চলমান

নিজস্ব প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অবস্থিত আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের প্রায় ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ আইনগতভাবে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া নথি তৈরির মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টার অভিযোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে ব্যাংকটির বগুড়া বড়গোলা শাখা।
শাখাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আইন লঙ্ঘন করে কোনো কাজ করার প্রশ্নই ওঠে না। আজ অন্যায় করলে দশ বছর পর হলেও তার দায় আমাদের বহন করতে হবে। তাই এমন কোনো অবৈধ কর্মকাণ্ডে আমরা জড়াবো না।”
তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় বিষয়টি তদন্ত করে কাগজপত্রে পাওয়া বাস্তব ও সত্য তথ্য যথাযথভাবে পাঠানো হয়েছে।
ব্যাংক সূত্র জানায়, ঋণ পরিশোধের জন্য দেওয়া চূড়ান্ত কলব্যাক নোটিশের সময়সীমা গত ১৮ ডিসেম্বর শেষ হলেও আফাকু কোল্ড স্টোরেজের পক্ষ থেকে কোনো অর্থ জমা দেওয়া হয়নি। এ অবস্থায় ঋণ পুনঃতফসিলের আইনগত সুযোগ আর দেখছে না ব্যাংক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তা আরও বলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক বিদেশে পলাতক থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। নতুন শাখা ব্যবস্থাপক যোগদান করলেও বিষয়টি সম্পর্কে তাঁর বিস্তারিত জানা নেই।
একই ধরনের বক্তব্য দিয়েছেন ইসলামী ব্যাংকের বগুড়া জোনাল অফিসের আরেক কর্মকর্তা। তিনিও নাম প্রকাশে অনিচ্ছা জানান।
এদিকে, ঋণ পুনঃতফসিলে জালিয়াতির অভিযোগে আদালতের নির্দেশে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া সমন্বিত কার্যালয়। যেকোনো সময় সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা হতে পারে বলে জানা গেছে। দুদকের তদন্ত চলাকালে যেন কোনোভাবেই ঋণ পুনঃতফসিল সংক্রান্ত কার্যক্রম গ্রহণ না করা হয়—এ মর্মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব।
অন্যদিকে, আফাকু কোল্ড স্টোরেজের এমডি শাহজাহান চৌধুরী ও পরিচালক মুন্নী চৌধুরীর অনুপস্থিতিতে কোম্পানির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ঋণ পুনঃতফসিল ও সিআইবি স্থগিত চেয়ে হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। মাননীয় বিচারপতি রাজিক আল জলিল ও মাননীয় বিচারপতি তামান্না রহমান খালিদির বেঞ্চে দায়েরকৃত রিট পিটিশন নম্বর ২০৩১৬/২০২৫ শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে।
এ ছাড়া কোল্ড স্টোরেজটির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে মিল্লাত হোসেন নামে এক ব্যবসায়ী হাইকোর্টে আরেকটি রিট পিটিশন (নং ১৭৭৭২/২০২৫) দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ড. মো. রুবেল হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সেই নির্দেশনা ইসলামী ব্যাংককে অবহিত করা হয়। কোম্পানি আইন অনুসারে দায়ের হওয়া আরেকটি রিট (নং ২২৭০/২০২৫)–এর নির্দেশনাও অ্যাডভোকেট সার্টিফিকেটের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ব্যাংক সূত্র আরও জানায়, আফাকু কোল্ড স্টোরেজের ব্যাংক মর্টগেজকৃত সম্পত্তি নিয়েও জটিলতা রয়েছে। কোল্ড স্টোরেজ সীমানার ভেতরে অন্য মালিকানাধীন সম্পত্তি থাকলেও সেগুলো মর্টগেজের আওতায় আনা হয়নি। উল্লেখযোগ্যভাবে, প্রতিষ্ঠানটির ঋণ ইতোমধ্যে ছয়বার পুনঃতফসিল করা হলেও মালিকপক্ষ ব্যাংকের প্রতি তাদের দায়বদ্ধতা আরও অবনতি করেছে।
সূত্র জানায়, এই ঋণ পুনঃতফসিলে অবৈধ সহযোগিতা না করায় ইসলামী ব্যাংকের বড়গোলা শাখার ব্যবস্থাপক তৌহিদ রেজাকে বরিশালে স্ট্যান্ড রিলিজ করা হয় এবং প্রধান কার্যালয় থেকে নতুন শাখা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে সচেতন মহলের প্রশ্ন—বিদেশে পলাতক ও জুলাই গণহত্যার ৯ মামলার আসামি এমডি শাহজাহান চৌধুরী, পরিচালকদের অনুপস্থিতিতে স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশন তৈরি, প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে একাধিক মামলা বিচারাধীন এবং দুদকের সক্রিয় তদন্ত চলমান থাকা সত্ত্বেও যদি ঋণ পুনঃতফসিল করা হয়, তবে তা হবে প্রকাশ্য জালিয়াতি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার নজির।
সচেতন মহলের মতে, বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সুবিধা দিতে আইন ও ন্যায়বিচার উপেক্ষা করা হলে দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণের ব্যাংকে রাখা আমানতের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *