আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন: গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: 1:08 pm, August 9, 2025 | আপডেট: 1:08 pm,

আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক:   আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর দাবি, এ ধরনের দাঙ্গা ঘটলে রাজনৈতিক পরিস্থিতির মোড় ঘুরতে পারে এবং নির্বাচন বানচালও হতে পারে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের কেন্দ্রীয় আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ মুজিব বিহারি-বাঙালি দাঙ্গা লাগিয়ে ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন। দরকার হলে আওয়ামী লীগ নিজের ঘরে আগুন দিতেও দ্বিধা করবে না।”

গয়েশ্বর আরও বলেন, সাম্প্রদায়িকতার মধ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে এবং উপমহাদেশে এ ধরনের দাঙ্গার ইতিহাস বহু পুরোনো। তিনি অভিযোগ করেন, “বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে।”

তিনি নিজের অবস্থান জানিয়ে বলেন, “আমি হিন্দু-মুসলমানের ব্যবধান বুঝি না, বুঝি ভালো ও খারাপ মানুষের পার্থক্য। সাম্প্রদায়িকতা আমার পছন্দ নয়।”

সমাবেশে প্রধান বক্তা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছেন রাজনৈতিক স্বার্থে।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব মীর সরাফত আলী, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী ও জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *