আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু করল নিবন্ধিত রাজনৈতিক দল মুক্তিজোট

প্রকাশিত: 1:52 pm, October 7, 2025 | আপডেট: 1:52 pm,

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু করল নিবন্ধিত রাজনৈতিক দল মুক্তিজোট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)-এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক বাছাইয়ে উত্তির্ণ প্রার্থীদের ‘ছড়ি’ প্রতীকে নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করার জন্য সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুলের স্বাক্ষরে অনুমোদনের চিঠি দেওয়া শুরু করেছে।

 

৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সভায় প্রাথমিকভাবে ৩০ জন প্রার্থীকে প্রচার-প্রচারণা শুরু করার জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ আসনের প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য দ্রুত চিঠি দেওয়া হবে বলে জানান মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্ন।

 

চিঠি হাতে পাওয়ার পর ঢাকা-৮ আসনের প্রার্থী মোঃ রাসেল কবির, হবিগঞ্জ-৪ আসনের মোঃ রাশেদুল ইসলাম, ঢাকা-৪ আসনের সাহেল আহম্মেদ সোহেল, কুমিল্লা-১১ আসনের মোহাম্মদ ইউসুফ, ঝালকাঠি-১ আসনের মোঃ মামুন সিকদার, ময়মনসিংহ-৭ আসনের মোঃ বাদশা দেওয়ান চিঠি নিয়ে সংগঠন প্রধান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন আমরা সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি, তাঁরা আরও বলেন আমরা আমাদের এলাকাবাসীর সুখে-দুঃখে সাথেই ছিলাম আছি ও থাকব। তাই আমরা আশা কবি জনগণও আমাদের পাশে থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *