আড়াইহাজারে আওয়ামী লীগ কর্মীকে ছাড়িয়ে নেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুমের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ থেকে জামান:
গ্রেফতার নাটক সাজিয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যানদি গ্রামের আওয়ামী লীগ কর্মী জায়েদুল মেম্বার কে আটকের পর ১ লক্ষ টাকার বিনিময়ে ছাড়িয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারীর বিরুদ্ধে।
খোজ নিয়ে জানা যায়, গতকাল ২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় জায়েদুল নামে কল্যান্দী গ্রামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় নিয়ে আসে আড়াইহাজার থানা পুলিশ। পরবর্তীতে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিতর্কিত সভাপতি মাসুম শিকারীর উদ্যোগে ১ লক্ষ টাকার বিনিময়ে আসামীকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন।
এই বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন মুঠোফোনে জানান এই নামে কোন আসামী থানায় উপস্থাপিত হয়নি। এ ব্যাপারে আমি কিছু জানি না।
বুধবার সকালে বিএনপি নেতা কালাম এর সাথে ভাগবাটোয়ারা করেন মাসুম শিকারী। অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাসুম শিকারি বলেন, জায়েদুল ইসলাম আওয়ামী লীগের সমর্থক ছিল এখন আমাদের সাথে মিলেমিশে কাজ করছে।
টাকার ভাগ বাটোয়ারা কোন ভিডিও যদি দেখাতে পারেন যা সাজা দিবেন তা মাথা পেতে নেব।
ভুক্তভোগী জায়েদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মাসুম শিকারীর ভয়ে মুখ খুলতে রাজি হননি।
সুত্রঃ জাগো নারায়াণগঞ্জ

