ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করল আওয়ামী লীগ নেতারা

প্রকাশিত: 9:59 pm, July 24, 2025 | আপডেট: 9:59 pm,

ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করল আওয়ামী লীগ নেতারা

বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ও সাবেক কয়েকজন মন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে। বাংলাদেশে ‘গণহত্যা’ নিয়ে বুধবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ভারতে থাকা দলটির নেতারা। শেখ হাসিনা নিজেও এখন ভারতে অবস্থান করছেন। অবশ্য সংবাদ সম্মেলন বাতিলের ব্যাপারে দলটি বলছে, ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের (বিএইচআরডব্লিউ) ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থাটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত।

গতবছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছেন। আয়োজকরা বলেছিলেন, আওয়ামী লীগের ‘গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্ত্রীরা’ গোপালগঞ্জে ‘সামরিক নৃশংসতা ও গণহত্যা’ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। শেখ মুজিবুর রহমানের জন্মশহর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত ১৬ জুলাই সংঘটিত সংঘর্ষে চারজন নিহত হয়েছিল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *