ভারতের দিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেও বাতিল করল আওয়ামী লীগ নেতারা


বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা ও সাবেক কয়েকজন মন্ত্রী ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন ডেকেও শেষ পর্যন্ত তা বাতিল করেছে। বাংলাদেশে ‘গণহত্যা’ নিয়ে বুধবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ভারতে থাকা দলটির নেতারা। শেখ হাসিনা নিজেও এখন ভারতে অবস্থান করছেন। অবশ্য সংবাদ সম্মেলন বাতিলের ব্যাপারে দলটি বলছে, ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের (বিএইচআরডব্লিউ) ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংস্থাটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত।
গতবছরের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছেন। আয়োজকরা বলেছিলেন, আওয়ামী লীগের ‘গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্ত্রীরা’ গোপালগঞ্জে ‘সামরিক নৃশংসতা ও গণহত্যা’ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। শেখ মুজিবুর রহমানের জন্মশহর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত ১৬ জুলাই সংঘটিত সংঘর্ষে চারজন নিহত হয়েছিল।