আফাকু কোল্ড স্টোরেজের ৩৮ কোটি টাকার ঋণ পুনঃতফসিল ঘিরে তোলপাড়

ইসলামী ব্যাংক বলছে—আইনের বাইরে কিছু করা হবে না, আদালতের আদেশে দুদকের তদন্ত চলমান
নিজস্ব প্রতিবেদক:
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বগুড়ার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের প্রায় ৩৮ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পলাতক ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর স্বাক্ষর জাল করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বগুড়ার বড়গোলা শাখার মাধ্যমে ঋণ পুনঃতফসিলের অপচেষ্টা চলছে।
ইসলামী ব্যাংক জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং আদালতের আদেশে বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন। পুলিশের বিশেষ শাখার তথ্যে জানা গেছে, সংশ্লিষ্ট এমডি গত আগস্টে আমেরিকায় পলাতক হন, অথচ পরবর্তীতে তাঁর উপস্থিতি দেখিয়ে ব্যাংকে নথি দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যাংক শাখার ব্যবস্থাপককে হঠাৎ বদলি ও নতুন ব্যবস্থাপকের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের মতে, তদন্তাধীন মামলায় পলাতক আসামির ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ আইনগতভাবে সন্দেহজনক। পুরো ঘটনা এখন বড় ধরনের আর্থিক জালিয়াতির আশঙ্কা তৈরি করেছে।

