আফাকু কোল্ড স্টোরেজ ৩৮ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বাতিল করলো ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিনিধি :
জালিয়াতি ও ভুয়া নথিপত্র ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পুনঃতফসিল বাতিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
ব্যাংক সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে আফাকু কোল্ড স্টোরেজের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার অনুকূলে শর্তসাপেক্ষে ঋণ পুনঃতফসিলের একটি স্যাংশন পত্র ইস্যু করা হয়। তবে ওই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নতুন করে পর্যালোচনায় নেয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়।
পরবর্তী তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ও পরিচালক ইসমত আরা লাইজু বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তারা দেশে অনুপস্থিত থাকলেও তাদের স্বাক্ষর জাল করে ঋণ পুনঃতফসিলের আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে একাধিক ভুয়া কাগজপত্র ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
এসব গুরুতর অনিয়ম ও জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঋণ পুনঃতফসিলের স্যাংশন পত্রটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে।
এ বিষয়ে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ জানান,
“তদন্তে জাল-জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে ২১ ডিসেম্বর ঋণ পুনঃতফসিলের স্যাংশন পত্র বাতিল করা হয়েছে। ব্যাংক কোনোভাবেই আইনবহির্ভূত বা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।”
এ ঘটনায় ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইসলামী ব্যাংকের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

