আবারো বিপুল ভোটে সম্পাদক হলেন তোলারাম কলেজেের শিক্ষক মোহাম্মাদ মইনুল আশরাফ

প্রকাশিত: 12:59 am, June 26, 2025 | আপডেট: 12:59 am,

আবারো বিপুল ভোটে সম্পাদক হলেন তোলারাম কলেজেের শিক্ষক মোহাম্মাদ মইনুল আশরাফ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

সরকারি তোলারাম কলেজে শিক্ষাক্যাডার অফিসার্স কাউন্সিলের নবনির্বাচিত কমিটিবৃন্দের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত কাল নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজ শিক্ষক পরিষদের নব কমিটির নব্য নেতৃত্বের অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা ও মত বিনিময় হয়

সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ, যুগ্ম সম্পাদক মো. মাজেদুল পলাশ ভুঁইয়া , যুগ্ম সম্পাদক বদরুন্নাহার, কোষাধ্যক্ষ মো. আয়নাল হক এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস,বিশেষ অতিথি উপাধ্যক্ষ প্রফেসর মো: শহীদুল ইসলাম । এ সময় পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচছায় অভিসিক্ত করা হয়।

বর্তমান নব্য কমিটিকে তাঁদের নিরপেক্ষতা ও আদর্শ কে ধরে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে মানবিক কমিটি পোয়ে সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাগন অভিনন্দন ও শুভকামনা জানান নির্বাচিত পরিষদকে। সরকারি তোলারাম কলেজ এ আবারও জনপ্রিয়তায় ধারাবাহিকতায় ফের নির্বাচিত সম্পাদক মোহাম্মাদ মইনুল আশরাফ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি পরপর দুই মেয়াদে সম্পাদক (২০২৪- ২০২৫) (২০২৫-২০২৬) পদে বিপুল ভোটে জয়লাভ করেন।

তিনি বিগত সময়ে তিন তিন বার নির্বাচিত যুগ্ম- সম্পাদক পদে পরিষদে কাজ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *