আবু সাঈদ হত্যা : চার অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে

প্রকাশিত: 9:36 pm, June 15, 2025 | আপডেট: 9:36 pm,

আবু সাঈদ হত্যা : চার অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার অভিযুক্তকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

রোববার (১৫ জুন) সকালে একটি প্রিজন ভ্যানে করে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে ট্রাইব্যুনালে আনা হয়।

 

এর আগে গত ৯ এপ্রিল ট্রাইব্যুনাল এ চারজনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং ১৫ জুনের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

 

প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে, এ হত্যাকাণ্ডে সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় সরাসরি জড়িত ছিলেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে এ ঘটনায় ইন্ধন জুগিয়েছিলেন।

 

অন্য মামলায় গ্রেপ্তার থাকা এ অভিযুক্তদের আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন জানিয়েছিল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *