আমতলীতে ইসলামী আন্দোলনের নেতা নিহত: ফের সড়ক অবরোধ, গ্রেপ্তার ৩


প্রতিনিধি, আমতলী (বরগুনা) | মাইনুল ইসলাম রাজু আমতলীতে বাসচাপায় ইসলামী আন্দোলনের নেতা ও মাদরাসা শিক্ষক রেজাউল করিম নিহতের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকাল থেকে ফের আমতলী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের হাফেজ মাওলানা নুরুল হকের ছেলে এবং আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক। মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘটখালী ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা ‘ছন্দা’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে নিহতের ভাই মাওলানা ফয়জুল করিম বাদী হয়ে আমতলী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে বাসসহ চালক মো. নুর জামাল (৪০), সুপারভাইজার মো. আকতারুজ্জামান মোল্লা (২৫) ও হেলপার মো. আমির হোসেন (৩০)-কে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
বুধবার সকাল ১০টা থেকে আমতলী এক্স-ক্যাডেট স্কুল চৌরাস্তা এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রায় ছয় ঘণ্টা চলা অবরোধে যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে ঘাতক বাস ও সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”