আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

প্রকাশিত: 9:10 pm, September 5, 2025 | আপডেট: 9:10 pm,

আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে বিরোধীয় জমিতে ধান লাগাতে বাঁধা দেওয়ায় সংঘর্ষে ৭ জন এবং গাছ থেকে ফুল নিতে বাধা দেওয়ায় ১জনসহ পৃথক দুটি সংঘর্ষে ৮জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে এবং আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের তনু হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম ও মোতালেব হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার চলতি বছর একই গ্রামের অহিদুল ইসলাম ওবায়দুল হাওলাদারের নিকট থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। জেসমিন এবং জামালের লোকজন শুক্রবার সকালে ক্রয় করা জমিতে ধান লাগাতে গেলে একই গ্রামের মাসুম আকন জমি তাদের দাবী করে ধান লাগাতে বাঁধা দেন এবং বাগবিতন্ডার এক পর্যায়ে তারা ধারালো দা এবং লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়। আহতরা হল রেজিনা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), নুরনাহার বেগম (৫০), মারিয়া বেগম (২২), জেসমিন বেগম (৩৫), রেজাউল মীর (১৯) ও নাঈম (২২) আহতদের আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

গুরতর আহত জেসমিন বেগম বলেন, ক্রয় সূত্রে আমি এবং জামাল হওলাদার ৫০ শতাংশ জমির মালিক হিসেবে ভোগ দখল কওে আসছি। শুক্রবার সকালে আমরা জমিতে ধান লাগাতে গেলে মাসুম আকনের নেতৃত্বে ৮-১০ জন দুবৃত্তরা আমাদের ধান লাগাতে বাঁধা দেয় এবং হামলা করে। হামলায় আমি নিজেও গুরুতর আহত হয়েছি। আমি এঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।

প্রতিপক্ষ মাসুম আকন বলেন, আমাদেও বংশের জমি জেসমিন এবং জামাল হাওলাদার আমাদেও না জানিয়ে ক্রয় করেছেন। এ নিয়ে আদালতে আমরা টাকা দাখিল করেছি।

অন্য দিকে পৃথক আরেক ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডে গাছ থেকে ফুল তুলতে বাঁধা দেওয়ায় গৌতম কর্মকার (৫২) নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৌতম অভিযোগ করে বলেন, আমার গাছ থেকে ফুল নিতে বাঁধা দেওয়ায় প্রতিবেশী সঞ্জীব, কুন্ডু, তাপস কুন্ডু, বিভেন কুন্ডু নব কুন্ডু ও রিপন কুন্ড শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় আমার উপর হামলা করে কিল ঘুষি মেরে আহত করে মাটিতে ফেলে দেয়। হামলায় আমি আহত হয়ে আমতলী হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন, আহতদেরকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *