আরব আমিরাতকে হারাতে ঘাম ছুটে গেছে বাংলাদেশের: সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো


স্পোর্টস ডেস্ক:
শারজায়তে সংযুক্ত আরব আমিরাত রীতিমতো হুমকিই দিচ্ছিল বাংলাদেশকে। একটা সময় মনে হচ্ছিল একটু এদিক সেদিক হলে স্বাগতিকরা ১৯২ রান তাড়া করে ম্যাচটা জিতেও যেতে পারে। তবে শেষমেশ ২৭ রানের জয় তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ৫৪ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। এটিই বাংলাদেশের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
বাংলাদেশের দেওয়া ১৯২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৩৯ বলে ৫৪ আর রাহুল চোপড়া ২২ বলে ৩৫ রান করেন। এরপর আসিফ খান ২১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে এক পর্যায়ে জয়ের স্বপ্নও দেখাচ্ছিল স্বাগতিকদের। তবে শেষমেশ ২৭ রানের জয় তুলে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাংলাদেশ।