আলমবাগে র্যাব-১০ এর অভিযানে বিদেশী অস্ত্র ও হেরোইন উদ্ধার

জেসমিন আক্তার রোদেলা: রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর একটি বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। রোববার (০২ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় র্যাব শুরু থেকেই নাশকতা, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে আসছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই আলমবাগে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-১ কোম্পানীর একটি চৌকস দল আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তলসহ অস্ত্র-গোলাবারুদ ও হেরোইন উদ্ধার করে। তবে এসব অস্ত্র ও মাদক কারা রেখে গেছে তা এখনও জানা যায়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কদমতলী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব বলছে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অবৈধ অস্ত্র মজুদ এবং মাদক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

