আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোঃ মোস্তাক আহমেদের ইন্তেকাল

প্রকাশিত: 4:27 pm, August 2, 2025 | আপডেট: 4:27 pm,

আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোঃ মোস্তাক আহমেদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, আশুলিয়া (দৈনিক আমাদের খবর) ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় কর্মরত প্রবীণ সাংবাদিক ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

 

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিনি হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক সার্জেন্ট রায়হান ও তার সহকর্মীরা তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল KPJ বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মোস্তাক আহমেদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়ায় ওমর আলী সজীবের বাড়িতে স্ত্রী ও সন্তানসহ বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন এবং অসংখ্য সহকর্মী রেখে গেছেন।

 

তার অকাল মৃত্যুতে আশুলিয়াসহ সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সব আনুষ্ঠানিকতা শেষে তাকে সিরাজগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

 

এদিকে সাংবাদিক মোস্তাক আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আহরণ কামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

 

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত মহাসচিব আফসানা সুমিসহ সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *