আসন্ন শারদীয় দূর্গাপূজা নগরীর মাহিগঞ্জে ২২টি মন্ডপে অনুষ্ঠিত হবে

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩ | আপডেট: ১১:৪৭ পূর্বাহ্ণ,

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজে ব‍্যস্ত নিপুন হাতের তৈরি কারিগরেরা। তারা বর্তমানে প্রতিমা তৈরীতে তাদের ব‍্যস্ত সময় পার করছেন।

দুষ্টের দমন, সৃষ্টের পালন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব।

শারদীয় দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা আগামী (২০ অক্টোবর ) শুক্রবার ২রা কার্তিক দেবীর ষষ্ঠাদি পূজা দিয়ে শুরু হবে। শেষ হবে (২৪ অক্টোবর ) ৬ই কার্তিক মঙ্গলবার দশমী পুজা ও বিসর্জনের মধ্য দিয়ে।

রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এবার ২২টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে জানা যায়।

পুজা মন্ডপগুলো হচ্ছে, ২৯ নং ওয়ার্ডের মাহিগঞ্জ পরেশ নাথ মন্দির, রাম কৃষ্ণ আশ্রম, মাহিগঞ্জ থানা রোড সংলগ্ন দেবত্তর, রাজ রাজেশ্বরী মন্দির, দেওয়ানটুলী শ্রী শ্রী কালিমাতা মন্দির, গোসাইবাড়ী পূজা কমিটি।

৩০ নং ওয়ার্ডে মাত্র ১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে, সাতমাথা হরিজন সমিতি।

৩৩ নং ওয়ার্ডের বকসি বটতলা দুর্গা মন্দির, পূর্ব বকসি কালিতলা দুর্গা মন্দির, পশ্চিম বকসি কালিতলা দুর্গা মন্দির, হোসেন নগর পূর্ব পাড়া দুর্গা মন্দির, আজিজুল্ল‍্যাহ মাস্টার পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন দুর্গা মন্দির, হোসেন নগর পশ্চিম পাড়া দুর্গা মন্দির, জোড়ইন্দ্রা সার্বজনীন দুর্গা মন্দির, শরেয়ারতল বাজার রাধাগোবিন্দ সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হবে।

অপর দিকে, নগরীর মাহিগঞ্জ থানাধীন কল‍্যাণী ইউনিয়নের ৮টি পুজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পুজাকে সামনে রেখে মাহিগঞ্জ থানা এলাকায় সকল পুজা মন্ডপে ব‍্যাপক নিরাপত্তা জোরদার করা হবে বলে মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *