আসাদুল হাসান বিপুল কে সভাপতি ও মাসুম রেজা কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ সদর থানা জিসাস এর কমিটি অনুমোদন

প্রকাশিত: 4:24 pm, June 16, 2025 | আপডেট: 4:24 pm,

আসাদুল হাসান বিপুল কে সভাপতি ও মাসুম রেজা কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ সদর থানা জিসাস এর কমিটি অনুমোদন

শহর প্রতিবেদন : নারায়ণগঞ্জ সদর থানা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মোঃ আসাদুল হাসান বিপুল কে সভাপতি ও মোঃ মাসুম রেজা কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ সদর থানা কমিটি অনুমোদন দেওয়া হয়।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি মোঃ সোহেল মাহামুদ নারায়ণগঞ্জ মহানগর এর নিজস্ব কার্যালয়ে এই কমিটির অনুমোদনন ও ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্যান্য আরে সদস্যরা হলেন, তাহসিন খান, ইয়াসিন আরাফাত, জিসাদ ভুইয়ান, আলামিন ভূঁইয়ান, রিশাদ খান, আজমান ভূঁইয়ান, শফিকুল জিসান,
তাহমিদ আবরার আলিফ, ইফতেকার অর্ণব, প্রীতিব মাহমুদ, ইফতেকার ইনফি, সাইফুল ইসলাম সাজ্জাদ, ইমরান চৌধুরি, সাফিন আহমেদ, সাইফুল হিমেল, ঈশান শাকিব
মোহাম্মদ রোমান, হিমু আহমেদ, রায়হান অপু, ইয়াসিন আহমেদ, অয়ন আহমেদ, মিনহাজুল ফেরদৌস, তূর্য খান, মাহফুজ হাসান দীপু, জুয়েল বেপারি, রিজবি হাসান, মহিদ চৌধুরি, আসিফ দেওয়ান, আলামিন রহমান, খন্দকার সিয়াম, শিহাব মৃধা সহ অনান্য নেতৃবৃন্দ।

এ সময় নারায়ণগঞ্জ সদর জিসাস এর নব্য কমিটি কে লক্ষ্য করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সভাপতি মোঃ সোহেল মাহামুদ বলেন, আমি আমাদের দেশনেত্রীর মহামূল্যবান কথা স্বরণ করে দিতে চাই তিনি বলেছেন জাতীর উদ্দেশ্যে, আমি বিশ্বাস করি, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোন কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।
(-দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২৭ ফেব্রুয়ারি ২০২৫)

আমরা সর্বোপরি এই কথাগুলো কে আদর্শ ও চেতনা হিসাবে আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এবং দলের সর্বোচ্চ নির্দেশ পালনে প্রস্তুত থাকবো।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *