‘আ.লীগ করে কোনো কাজ পাইনি, এখন ধানের শীষের পক্ষে আছি’- ইউনুস আলী মোল্লা

শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা। বহুদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই স্থানীয় প্রভাবশালী নেতা এবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় সরদার বংশের মিলনমেলায় তিনি ধানের শীষের প্রতি সমর্থন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইউনুস আলী মোল্লার দলে পরিবর্তনকে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করছেন। বিভিন্ন মন্তব্যে তাকে ‘মীরজাফর’ আখ্যাও দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইউনুস আলী মোল্লা নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “২০১৬ সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে ৫ বছর চেয়ারম্যানি করি নাই। এরপর দেখি এলাকায় উন্নয়ন হয় না। আবার আ.লীগের সঙ্গে কাজ করেছি, চেয়ারম্যান হয়েছি, এলাকার উন্নয়ন করেছি—স্কুল, মাদ্রাসা, বেড়িবাঁধ করেছি। এখন হেরা গেছে পালাইয়া, আমি কি করব?”

