ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব

প্রকাশিত: 3:40 am, July 23, 2025 | আপডেট: 3:40 am,

ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। সোমবার (২১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নাভিদ রেজওয়ানুল কবীর একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দুর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর।

নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, দুর্গাপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দুর্গাপুরে ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *