ইউপিডিএফ ৪ সদস্য নিহতের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ


প্রেস বিজ্ঞপ্তি:
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) ও জেএসএস (সংস্কার) দলের মধ্যে গোলাগুলিতে ইউপিডিএফের চার সদস্য নিহত হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা “সম্পূর্ণ মিথ্যা, গুজব ও উদ্দেশ্যমূলক অপপ্রচার” বলে দাবি করেছে ইউপিডিএফ।
শনিবার (২৬ জুলাই ২০২৫) ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক নিরন চাকমা বলেন, “দীঘিনালায় জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের সদস্য নিহত হয়েছে—বিভিন্ন মাধ্যমে এমন সংবাদ প্রচার হলেও তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ দাবি করে, দীঘিনালা উপজেলার সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো সামরিক শাখা নেই এবং সংগঠনটির কোনো সদস্য সেখানে অবস্থান করছিল না। এ বিষয়ে ইউপিডিএফ-এর মূখপাত্র অংগ্য মারমা জানান, “ইউপিডিএফ কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত নয় এবং তাদের কোনো সদস্য ওই সংঘর্ষে জড়িত কিংবা নিহত হয়নি।” ইউপিডিএফ একটি গণতন্ত্রকামি দল।
তিনি আরও বলেন, “ভাইবোনছড়ায় এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় চলমান গণআন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই এই মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে।”
ইউপিডিএফ এই ধরনের গুজব থেকে সতর্ক থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে এবং সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।