ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চান ৬০ ব্রিটিশ এমপি

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ | আপডেট: ৫:১০ অপরাহ্ণ,

যুক্তরাজ্যের ৬০ জনেরও বেশি সংসদ সদস্য (এমপি) ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে একটি চিঠি লিখেছেন। তারা ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পুনঃমূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ নভেম্বর) ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে সই করেছেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ার, লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি এবং স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায় যে, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত’। আইসিজে বিশ্বের সকল রাষ্ট্রকে এই অবৈধ দখলদারিত্বকে বৈধ হিসেবে স্বীকৃতি না দেওয়ার এবং ইসরাইলকে কোনো ধরনের সহায়তা না করার আহ্বান জানিয়েছে



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *