ইসরায়েলের সেনা সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

প্রকাশিত: ৫:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪ | আপডেট: ৫:৩৮ পূর্বাহ্ণ,

তেল আবিবে ইসরায়েলের সামরিক বাহিনী সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি।এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে ‘‘বিস্ফোরক বোঝাই ড্রোন’’ হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ।ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও ৪০টি প্রোজেক্টাইলে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রোজেক্টাইল ছোড়া হয়েছিল, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *