উত্তরা ১২ নং সেক্টরে খালপার মসজিদের পাশে দোকান বসিয়ে চাঁদাবাজির মহোৎসব, বিপাকে সাধারণ পথচারী

প্রকাশিত: 5:58 pm, August 16, 2025 | আপডেট: 5:58 pm,

উত্তরা ১২ নং সেক্টরে খালপার মসজিদের পাশে দোকান বসিয়ে চাঁদাবাজির মহোৎসব, বিপাকে সাধারণ পথচারী

 

নিজস্ব প্রতিনিধি: ঢাকার উত্তরা ১২ নং সেক্টরের খালপার মসজিদের দক্ষিণ-উত্তর পাশ ঘেঁষে জনগণের চলাচলের মূল পথ দখল করে একদল প্রভাবশালী চক্র গড়ে তুলেছে অবৈধ দোকানপাট। প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে এ চক্র, অথচ দেখার যেন কেউ নেই।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মসজিদের পাশের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা এ পথে হাঁটাহাঁটি করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু সম্প্রতি দখলদাররা একে একে দোকান বসিয়ে পুরো পথ সংকুচিত করে ফেলেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি দোকান বসানোর জন্য মোটা অঙ্কের চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালী চক্রকে। পরে দোকান চালু রাখার জন্য দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় করা হচ্ছে। এই অর্থের পরিমাণ প্রতিদিন লাখ টাকারও বেশি। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এ চক্র এতটা বেপরোয়া হয়ে উঠেছে।

 

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বাচ্চারা প্রতিদিন স্কুলে যেতে দেরি করে, রাস্তাটা এতটাই দখল হয়ে গেছে যে, হেঁটে চলা যায় না। হঠাৎ কোনো অ্যাম্বুলেন্স গেলে বের হতে পারবে না।

 

অন্য একজন পথচারী জানান, দোকান থেকে প্রতিনিয়ত শব্দ দূষণ, ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং মাঝে মধ্যে আনুষ্ঠানিক উচ্ছেদ অভিযান চালানো হলেও পরে আবারও দোকান বসে যায়। এতে করে চাঁদাবাজ চক্র আরও উৎসাহিত হচ্ছে।

 

ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে এ অবৈধ দখল উচ্ছেদ করে জনগণের চলাচলের রাস্তা মুক্ত করতে হবে। পাশাপাশি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *