উত্তরে বন্যার আশঙ্কা, তিস্তা নদীর পানি বৃদ্ধি
হিমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার :রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে উজানে ভারতের উত্তর সিকিমের ঢলে। এরই মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় নীলফামারীর নিম্নাঞ্চলের ১৫ গ্রাম প্লাবিত হয়। বিকেল থেকে পানি ঢুকে পড়ে তিস্তার প্রবেশদ্বার লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়ি ঘরে। ডুবে যায় আমনের ক্ষেত। সন্ধ্যা ৭ টায় লালমনিরহাটের ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে এবং রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তার উৎপত্তিস্থল উত্তর সিকিমে প্রবল বৃষ্টিতে গতকাল ভোর থেকে নদীটির পানি ভয়ংকর রুপ নেয়। সেখানে তিস্তার চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ডালিয়া পাউবো সূত্রে জানা যায়, ডালিয়ার তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বুধবার সকাল ৬ টা থেকে ৯ টা পযর্ন্ত বিপদসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।