উত্তর পৈকখালী ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহমেদ সোহেল মঞ্জুর সুমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

প্রকাশিত: 7:14 pm, November 19, 2025 | আপডেট: 7:14 pm,

উত্তর পৈকখালী ৯২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহমেদ সোহেল মঞ্জুর সুমনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

নাজমুল হাসান: উত্তর পৈকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন সমাজসেবক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। আজ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন, যা পেয়ে বাচ্চারা অত্যন্ত আনন্দিত হয়।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,
শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমানে দেখা যাচ্ছে শিশুরা খেলাধুলা থেকে দূরে সরে মোবাইলের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়ছে, যা তাদের চোখ, মেধা ও শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর। তাই শিশুদের হাতে মোবাইল তুলে না দিয়ে খেলাধুলায় উদ্বুদ্ধ করা জরুরি।”
তিনি এই উদ্যোগ বাস্তবায়নে অভিভাবকদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

 

ফুটবল পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র জুবায়ের ইসলাম বলেন,
আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে চাই। আপনারা আমাদের উৎসাহ দেবেন।”

 

একই শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ ইসলাম বলেন,
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আমাদের প্রিয়। আমাদের মা-বাবা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা সবসময় খেলাধুলায় উৎসাহ দেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুকুল ম্যাডাম বলেন,
আহমেদ সোহেল মঞ্জুর সুমন ভাই, আমাদের স্কুলে এসে বাচ্চাদের খেলাধুলায় উৎসাহিত করার জন্য দুটি ফুটবল দিয়েছেন। এতে আমরা খুবই আনন্দিত এবং আমাদের শিক্ষার্থীরাও উৎসাহিত হয়েছে। আমাদের স্কুলের বাচ্চারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় বারবার প্রথম স্থান অর্জন করেছে। আমরা আশা করি সুমন সাহেব ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীদের খেলাধুলায় সহযোগিতা করবেন।

 

এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অভিভাবক ও শিক্ষকরা মনে করছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *