উত্তর মতলবে খাজা গরীবে নেওয়াজ স্বরনে ২দিন ব্যাপী ওরশ মাহফিল
সুমন আহমেদ : মতলব উত্তরের ছেংগারচর পৌরসভায় জোড়খালী গ্রামে দুলাল ফকিরের বাড়ীতে তরিকতে চিশতীয়ার শীরমনি আতায়ে রাসূল হযরত খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দীন চিশতী (রাঃ আঃ) স্বরনে ২ দিন ব্যাপী ৫৪ তম বাৎসরিক ওরশ মোবারক ও মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
প্রতি বছরের ন্যায় ২৩ ও ২৪ পৌষ ১৪২৯ বাংলা,মোতাবেক ০৭ ও ০৮ জানুয়ারী শনিবার ও রবিবার ওরশ মোবারক ও মিলাদ মাহফিল চলবে। এ উপলক্ষে মাজার এলাকা জাকজমকপূর্ণ ভাবে সাজানো হয়েছে।
প্রথমদিন শনিবার সকাল ০৮ ঘটিকা হইতে সারাদিন ব্যাপী খতমে কোরআন,বাদ আছর মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন রবিবার বাদ মাগরিব-খতমে খাজেগানে চিশতি, বাদ এশা- ওয়াজ নসিহত, আল্লাহ পাকের হামদ, রাসূলে করীম(সাঃ) এর নাত, হযরত খাজা গরীব নেওয়াজ (রাঃ) (আঃ) র ছেমা, মারফতী গজল ও কাওয়ালী ভিত্তিক হসলকায়ে ছেমার মাহফিল।
সবশেষ ফাতেখানি, মিলাদ শরীফ ও ছাওয়াব রেছানীর পর তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শরীফের এ মহা পবিত্র অনুষ্ঠান সমাপ্তি লাভ করবে।
মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ দুলাল ফকির জানান, প্রতি বছরের ন্যায় এবারও জাকজমপূর্ণ পরিবেশে এ ওরশ মাহফিল উদযাপন হচ্ছে। ২ দিন ব্যাপী ওরশ চলবে। প্রতিদিন ওরশে হাজার হাজার ভক্ত ও আশেকানগন হাজির হন। ওরশ সফলভাবে সমাপ্ত করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
ওরশ মাহফিল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ প্রধান, সমাজ সেবক মোঃ ইব্রাহিম সরকার, মোঃ লিটন সরকার, মোঃ মিজানুর রহমান মিয়াজী, নিজাম উদ্দিন বেপারী, মোঃ বজলুর রহমান বেপারী, মোঃ সাগর, মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিপন, মোঃ উজ্জল বেপারী, মোঃ হোসেন বেপারী, আলমগীর বেপারী, মোঃ ফয়েজ, মোঃ আব্দুল হক মুন্না, মোঃ নুর হোসেন মুন্সি, মোঃ আবু মুন্সি, মোঃ বিল্লাল হোসেন বেপারী, মোঃ রসুল মিয়াজী, মোঃ ফারুক অর্জী, মোঃ আমিন মিয়াজী, নাঈম, নাদিম হোসেন’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুলাল ফকিরের ভক্ত-আশেকানবৃন্দ।