এনসিপির সদস্য সচিব আখতারকে খুনের হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: 4:48 pm, May 18, 2025 | আপডেট: 4:48 pm,

এনসিপির সদস্য সচিব আখতারকে খুনের হুমকি দিয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে খুন করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে তার রংপুরের কাউনিয়ার গ্রামের বাড়িতে। এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে আখতারের গ্রামের বাড়িতে। আখতার হোসেন জানান, ‘ডাকযোগে পাঠানো চিঠিটিতে প্রেরকের স্বাক্ষরে বুলেট (ছদ্মনাম) এবং ৩০ নভেম্বর ২০২৪ লেখা হয়েছে। প্রেরকের ঠিকানা দেয়া হয়েছে বিশ্বনাথ, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর। চিঠিটি শুক্রবার (১৬ মে) তারিখে বাদ এশা আমার গ্রামের বাড়ি কাউনিয়া উপজেলার টেপামধুপুরের মুন্সিপাড়ায় পৌঁছে দেয় পিয়ন। সেদিন আমাকে বাড়ি থেকে কয়েকবার ফোন দিলেও আমি রিসিভ করতে পারিনি। আজ (১৭ মে) রাত ১০টার দিকে বাড়ির ফোন রিসিভ করে বিষয়টি জানতে পারি। বড় ভাই মোহাম্মদ আলীর নামে চিঠিটি পাঠানো হয়।’  আখতার হোসেন বলেন, ‘আমরা ধারণা করছি রাজনৈতিকভাবে যারা আমাদের চিরশত্রু, তারা ফ্যাসিবাদি শক্তি। তাদের কেউ হয়তো এটা করে থাকতে পারে। আমি থানার ওসির সাথে কথা বলেছি। জিডি করা হয়েছে। ডাকবিভাগের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায় কিনা সে ব্যাপারে যেন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্ত করে ব্যবস্থা নেয় সেটাই আরজি জানাব।’ কাউনিয়া থানার ওসি আব্দুল লতিব শাহ জানান, ‘আখতার সাহেবকে খুনের হুমকি দেয়া বিষয়টি আমাদের নজরে এসেছে। তার ভাই থানায় এসে জিডি করেছেন। এরই মধ্যে আমরা আখতারের বাড়ি, আশেপাশের এলাকা এবং বাজার এলাকায় পুলিশী টহল দিয়েছি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি এরই মধ্যে তদন্ত শুরু করেছি।’



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *