এনসিপির সাথে বৈঠক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের : জনমনে নানা প্রশ্ন

প্রকাশিত: 5:37 pm, August 7, 2025 | আপডেট: 5:37 pm,

এনসিপির সাথে বৈঠক সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের : জনমনে নানা প্রশ্ন

 

স ম জিয়াউর রহমান : কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনের মধ্যেই বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস হঠাৎ ঢাকা ত্যাগ করেছেন। এই ঘটনা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে ঘটায় কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিটার হাস মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘দোলনচাপা’ ব্যবহার করে এমিরেটস এয়ারলাইন্সের EK 583 ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রকাশিত যাত্রী তালিকায় তার পরিচয় ‘সাবেক রাষ্ট্রদূত’ (Ambassador-Ex) হিসেবে উল্লেখ রয়েছে।

 

এর আগে, সকাল থেকেই কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতার উপস্থিতি এবং তাদের পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

 

সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা ঢাকা থেকে কক্সবাজারে যান। তারা হলেন—

 

সারজিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)

হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)

নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক

তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব

খালেদ সাইফুল্লাহ, সদস্য

 

তারা ইনানী বিচ সংলগ্ন ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ হোটেলে অবস্থান করেন। বিকেল থেকে তাদের রিসোর্ট প্রাঙ্গণে বিচরণ এবং উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেওয়ার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এনসিপি বা রিসোর্ট কর্তৃপক্ষ কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পিটার হাসের সঙ্গে এই বৈঠকের সময়কাল এবং তাৎক্ষণিক দেশত্যাগ—এই দুটি ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখা কঠিন। এমন স্পর্শকাতর দিনে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠক পরবর্তীকালে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত দিতে পারে।

 

তবে, বৈঠকের উদ্দেশ্য কী ছিল, কিংবা তা পিটার হাসের আকস্মিক দেশত্যাগের সঙ্গে কতটুকু সম্পর্কযুক্ত—তা নিয়ে এখনো রহস্য ও ধোঁয়াশা রয়ে গেছে। জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন, যার উত্তর এখনও অধরা।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *