এবিএম গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পূর্ণমিলনী উদযাপন

মোঃ মনির হোসেন: এবিএম গ্রাজুয়েট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এক পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর কমিউনিটি সেন্টারে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা-৪ মনোনীত দপপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শামসুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে তানভীর আহমেদ রবিন তার বক্তৃতায় বলেন, বিগত ১৮ বছরের শাসনামলে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এই এ বি এম স্কুল এন্ড কলেজ এর মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই শিক্ষা ব্যবস্থা পূর্ণ গঠনে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।
সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রগতির প্রশংসা করেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

