এশিয়া কাপে রোমাঞ্চকর জয়: আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে বাংলাদেশে উল্লাস

প্রকাশিত: 9:06 am, September 17, 2025 | আপডেট: 9:06 am,

এশিয়া কাপে রোমাঞ্চকর জয়: আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে বাংলাদেশে উল্লাস
এশিয়া কাপে রোমাঞ্চকর জয়: আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে বাংলাদেশে উল্লাস

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে টাইগাররা। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৩১ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা। সাইফ হাসান ৩০ রানের মূল্যবান ইনিংস খেলেন। লিটন দাস ৯ রানে ফিরলেও তৌহিদ হৃদয় ২৬ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষ দিকে নুরুল হাসানের ৬ বলে ১২ রানের ক্যামিও দলের স্কোরকে নিয়ে যায় ১৫৪ তে। আফগানিস্তানের নুর আহমেদ ও রশিদ খান নেন দুটি করে উইকেট।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে চাপে পড়ে আফগানিস্তান। ওপেনার সেদিকুল্লাহ আতাল (০) ও ইব্রাহিম জাদরান (৫) দ্রুত সাজঘরে ফেরেন। তবে উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ ৩৫ রানে কিছুটা প্রতিরোধ গড়েন। পরে আজমাতউল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে ম্যাচে উত্তেজনা ফেরান। শেষ দিকে অধিনায়ক রশিদ খান ১১ বলে ২০ রানের ঝড় তুললেও মুস্তাফিজুর রহমানের নিখুঁত বোলিংয়ে ভেঙে যায় আফগানদের আশা। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন ছিল, নূর আহমেদ টানা দুই ছক্কা হাঁকালেও টাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ পর্যন্ত আফগানরা ২০ ওভারে অলআউট হয় ১৪৬ রানে।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। রিশাদ হোসেন ১৮ রানে ২ উইকেট ও টাসকিন আহমেদও ২ উইকেট শিকার করেন।

শেষ মুহূর্তের রোমাঞ্চে পাওয়া এই ৮ রানের জয় বাংলাদেশকে এশিয়া কাপের গ্রুপ পর্বে টিকে থাকার আশা জিইয়ে রেখেছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *