ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন উপহার প্রদান অনুষ্ঠান


মোঃ নুরুন্নবী পাবনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির পাবনা জেলা শাখার উদ্দোগে ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুরআন উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
রবিবার ১১ মে সকাল ১০ টার সময় সাঁথীয়া উপজেলার কাশিনাথপুর বালিকা উচ্চ বিদালয়ের হল রুমে আলোচনা সভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় । বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ ইসরাইল হোসেন শান্তোর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ মুন্নাফ হোসেন পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারি পরিশোধ সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা শহর শাখার সভাপতি মু, ফিরেজ হোসাইন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর সাবেক সেক্রেটারি, কেন্দ্রীয় শিশুকল্যাণ সম্পাদক, সুজানগর উপজেলা জামায়াত মনোনীত এমপি প্রার্থী কে এম হেসাব উদ্দিন, কাশিনাথপুর কিসেন্ট হসপিটালের পরিচালক, জেলা শিবিরের প্রচার সম্পাদক মোঃ শাকিল আহমেদ, কাশিনাথপুর সাংগঠনিক থানা শাখার সভাপতি, মু হাবিবুর রহমান সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। প্রোগ্রাম শেষে ছাত্রদের মাঝে কোরআন বিতরণ করা হয়।