কচুয়ার সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচন : লেবাসধারী মোনাফেক প্রার্থীকে দলীয় মনোনয়ন না দেয়ার আহ্বান


স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন তারিখ ঘোষনা না হলেও এ নির্বাচনকে ঘিরে ইউনিয়নের সচেতন জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে।
তাঁদের দাবি, এলাকার এক লেবাসধারী ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে মরিয়া হলেও, বাস্তব জীবনে তাঁর চরিত্র, কার্যকলাপ ও অতীত কর্মকাণ্ডে মুনাফিক আচরণের পরিচয় মিলেছে। ফলে এলাকাবাসী এমন একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় না।
স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্য, “যদি ঐ ব্যক্তি চেয়ারম্যান হয়ে যান, তাহলে সাধারণ জনগণের উন্নয়ন হবে না বরং দুর্নীতি, অবিচার ও পক্ষপাতিত্ব বাড়বে।”
তারা দলীয় হাইকমান্ডের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা চাই যোগ্য, সৎ ও জনবান্ধব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক। আমাদের ইউনিয়নের স্বার্থে, দয়া করে লেবাসধারী মুনাফেক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া থেকে বিরত থাকুন।”
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ইউনিয়নের উন্নয়ন ও জনগণের মঙ্গল কামনায় সঠিক ও দূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাশা করছে এলাকাবাসী।