কদমতলীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শোরবাংলা আইডিয়াল স্কুল ও ফুলকুঁড়ি থিয়েটারের যৌথ আয়োজন

প্রকাশিত: 9:59 pm, November 29, 2025 | আপডেট: 9:59 pm,

কদমতলীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শোরবাংলা আইডিয়াল স্কুল ও ফুলকুঁড়ি থিয়েটারের যৌথ আয়োজন

মোঃ আনোয়ার হোসেন: রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের পলাশপুর শনি মন্দির সংলগ্ন এলাকায় শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত হলো শোরবাংলা আইডিয়াল স্কুল ও ফুলকুঁড়ি থিয়েটারের বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৪।

 

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শোরবাংলা আইডিয়াল স্কুল ও ফুলকুঁড়ি থিয়েটার। এতে অংশ নেয় প্রতিষ্ঠান দুটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কদমতলীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শোরবাংলা আইডিয়াল স্কুল ও ফুলকুঁড়ি থিয়েটারের যৌথ আয়োজন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আগত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কৃতি শিক্ষার্থীরা তাকে ব্যাজ পরিয়ে সম্মাননা জানায়।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ই একটি আদর্শ প্রজন্ম তৈরি করতে পারে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। তাদের পাশে থেকে সঠিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

 

অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সৃজনশীল কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হবে বলে ঘোষণা দেয় আয়োজক কমিটি।

 

শেষে কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *