কদমতলীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মতবিনিময় সভা

প্রকাশিত: 5:05 pm, August 27, 2025 | আপডেট: 5:05 pm,

কদমতলীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মতবিনিময় সভা

 

ঢাকা প্রতিনিধি: রাজধানীর কদমতলীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসনের সংসদ পদপ্রার্থী সৈয়দ জয়নাল আবেদীন।

 

সভায় কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি), থানা জামায়াতের আমির, সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, এলাকার যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে হলে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে।

 

সৈয়দ জয়নাল আবেদীন বলেন, “মাদক শুধু একটি পরিবারকেই নয়, গোটা সমাজকে ধ্বংস করে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

 

বক্তারা আরও জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *