কবি আফরোজা কনার জন্মদিনে শীতের কবিতা উৎসব অনুষ্ঠিত
কবি তৌহিদুল ইসলাম কনক: গত ৩০ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে কবি আফরোজা কনার জন্মদিনে শীতের কবিতা সন্ধ্যার আয়োজন করে লেখক উন্নয়ন কেন্দ্র।
এতে প্রধান অতিথি ছিলেন প্রিয় ব্যক্তিত্ব কবি আসলাম সানী। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনকের স্বাগত বক্তব্য ও উপস্থাপনা ও পরিচালনায় সভাপতিত্ব করেন লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা নজরুল গবেষক মু,নজরুল ইসলাম তামিজী।
বিশেষ অতিথি ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের উপদেষ্টা দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক প্রকাশক কবি ও সাংবাদিক অশোক ধর। কবি আসাদ কাজল, কবি হালিমা বেগম।
আলোচনায় অংশ নেন কবি রওশন আরা, কবি সেলিম খান, কবি নাহিন ফেরদৌস, কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি বাপপি সাহা, কবি নুরুজজামান হুসাইন, গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিরিন বৃষ্টি, অংশ নেন আবদুর রাজজাক, কবি এলিজা রহমান, কবি আফরোজা কনার মা খালা সহ সবাই মিলে জন্মদিনের কেক কাটা হয়। সেই সাথে নতুন ছোটদের প্রকাশনা সংস্থা ছোটদের সাহিত্য প্রকাশনা কেন্দ্র।
শুভ জন্মদিন, শুভকামনা
প্রিয় কবি আফরোজ কনা।