কমলাপুর স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী

প্রকাশিত: 4:24 pm, June 23, 2024 | আপডেট: 4:24 pm,

কমলাপুর স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী
  1. মোঃ খাইরুজ্জামান সজিব

বিশেষ প্রতিনিধি ঢাকা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মন্ত্রী রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তিনি স্টেশন ম্যানেজার মাসুদের চিকিৎসার খোঁজখবর নেন, ডাক্তারের সঙ্গে কথা বলেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রাকে সফল করার জন্য ওনার কর্মতৎপরতা ছিল প্রশংসনীয় এবং আশা করছি খুব দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’

কমলাপুর রেলওয়ে স্টেশনে ম্যানেজারের শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওনার অবস্থা আগের চেয়ে ভালো। আমার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যেকোনো প্রয়োজনে তার পাশে আছি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *