কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে হাসিনা: রুহুল কবির রিজভী


নিউজ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ ‘রাজনৈতিক অফিস’ খুলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবিসি বাংলাসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সমাবেশে রিজভী অভিযোগ করেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টাপাল্টা কথা বলছেন। কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন। মাস্টারমাইন্ড হয়ে দেশকে অস্থির করার চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। অথচ ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদের এখানে পুশইন করছে। তাহলে তাকে কেন পুশব্যাক করে না?”
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে উত্তাল তরঙ্গে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। গত বছরের দুর্গাপূজায় নানা ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।”
তিনি দাবি করেন, বিএনপির কোনো নেতা-কর্মী নানা নিপীড়ন, নির্যাতন ও হামলা-মামলার পরেও দেশ ছেড়ে পালায়নি। “অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন,” বলেন রিজভী।