কাঁচপুরে ফুটপাত উচ্ছেদের পর আবারও দখল


স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসাইন: নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে কাঁচপুরে উচ্ছেদ অভিযান পরিচালনার শেষে আবারো দ্বিতীয় দিন পর ফুটপাত পুনরায় দখল হয়ে যাচ্ছে। যা আবারো সাধারণ মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটবে,এবং রাস্তায় যানজটের সৃষ্টি হবে ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য ঝুঁকি স্বরূপ। কাঁচপুর ইউনিয়নের মানুষের চলাফেরার প্রধান রাস্তা এই বাস ইস্টার্ন আর এখানে হাজার হাজার মানুষের চলাফেরা প্রতিনিয়ত মানুষ আবারও ভুক্তভোগী হবে যানজট ও হাঁটাচলার ব্যাঘাত ঘটবে ভূমি উন্নয়ন ও রোডস এন্ড হাইওয়েব প্রতিশ্রুতি থাকাসত্ত্বে ও উচ্ছেদের অল্প সময়ের মধ্যেই হকার অবৈধ দোকান এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয় নির্মাণ করে ফুটপাত দখল করার ঘটনা ঘটছে এই সমস্যা মোকাবেলায় টেকসই ব্যবস্থা এবং নিয়মিত উচ্ছেদ অভিযানের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি কাঁচপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও পথচারীদের একটাই দাবি যেন মহাসড়কের রাস্তায় ডাম্পিংয়ের নষ্ট গাড়ি না রাখা হয় এবং মহাসড়কের রাস্তায় অবৈধভাবে ফুটপাত না বসে তাই বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বলে আমরা যখন রাস্তায় থাকি তখন দোকানপাট সরিয়ে ফেলে আমরা চলে আসলে আবার ফুটপাতে দোকান বসায় এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ নো মহোদয় কে জানিয়ে তার নির্দেশে মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করব