কাজিরহাটে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১

প্রকাশিত: 10:45 am, September 22, 2025 | আপডেট: 10:45 am,

কাজিরহাটে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১

স্টাফ রিপোর্টার: বরিশালের কাজিরহাট থানার ভাষানচর দফাদারহাট এলাকায় পাওনা টাকা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিমুল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল (রবিবার) বিকাল ৪টার দিকে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালী খোকন মাতুব্বর ও তার সহযোগীদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিমুল অভিযোগ করে বলেন, তিনি পাওনা টাকা চাইতে গেলে খোকন মাতুব্বর, সুজনসহ তাদের সহযোগীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ধারালো ডেগার কোপে শিমুলের গলা ও হাতে গভীর জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

শিমুলের সঙ্গী হালিম জানান, খোকন মাতুব্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি আরও দাবি করেন, “খোকন মাতুব্বর বিএনপির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির মতো কর্মকাণ্ড চালাচ্ছেন।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মাতুব্বর (পিতা: মোতাহার মাতুব্বর) ও তার সহযোগী সুজন (পিতা: শাহজাহান) যুবদল ও ছাত্রদলের নাম ব্যবহার করে নানা অনিয়মের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রাজিব আহসানের ছবি ব্যবহার করে পোস্টার-ফেস্টুন ছাপান এবং স্থানীয় বিএনপি নেতা আমির আকনের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করেন।

 

ভাষানচর ইউনিয়নের এক নারী অভিযোগ করেন, খোকন মাতুব্বর তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন। আরেক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ছেলে-মেয়েদের একসঙ্গে দেখলেই খোকন আটকিয়ে অর্থ আদায় করে।” এছাড়া সরকারি স্কুলের জায়গা দখল করে দোকানঘর নির্মাণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

 

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা জানান, খোকন মাতুব্বর রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে এলাকায় জুলুম-নির্যাতন চালাচ্ছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

 

ভাষানচরের সাধারণ মানুষ দ্রুত তদন্ত করে খোকন মাতুব্বরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকায় অশান্তি আরও বেড়ে যাবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *