কারফিউ চলছে, থমথমে গোপালগঞ্জ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক পাহারায় 

প্রকাশিত: 5:53 pm, July 17, 2025 | আপডেট: 5:53 pm,

কারফিউ চলছে, থমথমে গোপালগঞ্জ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক পাহারায় 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি এখন থমথমে, সড়কে জনসাধারণের চলাচল নেই বললেই চলে।

 

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বর, শেখ মুজিবুর রহমান কলেজের সামনে ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

সূত্র মতে, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। এতে তিনজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার্থে কারফিউ জারি করে।

 

জেলা প্রশাসক জানান, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। নাগরিকদের ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে।”

 

এদিকে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। দোকানপাট, অফিস-আদালত বন্ধ রয়েছে। অনেকে জরুরি প্রয়োজনেও বাইরে বের হচ্ছেন না।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *