কালিয়াকৈর সরকারি কলেজের নাম পরিবর্তনের জারীকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভাবে

প্রকাশিত: 5:49 am, June 3, 2025 | আপডেট: 5:49 am,

কালিয়াকৈর সরকারি কলেজের নাম পরিবর্তনের জারীকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভাবে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে রবিবার দুপুরে কালিয়াকৈর ডিগ্রি ক

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে রবিবার দুপুরে কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষকমন্ডলী ও ছাএছাএী বৃন্দরা কালিয়াকৈর সরকারি কলেজ এর নাম পরিবর্তনের জারীকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে।

 

প্রতিবাদ সমাবেশ সূএে জানা যায় , ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কালিয়াকৈর উপজেলার সর্ববৃহৎ এবং প্রাচীনতম ঐতিহ্যবাহী কালিয়াকৈর কলেজ এর নাম অনুকরণ করে চন্দ্রা এিমোড়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় এর নাম কালিয়াকৈর সরকারি কলেজ এ পরিবর্তনের জারীকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে কালিয়াকৈরে ডিগ্রি কলেজ শিক্ষা পরিবার ও ছাত্রছাত্রী বৃন্দ । এসময় ছাত্র-ছাত্রীরা মহাসড়কে স্লোগানে স্লোগানে দাবি জানাই কালিয়াকৈর কলেজ এর নাম অন্য কলেজ ব্যবহার করে জাতীয়করণ চলবেনা চলবেনা। ছাত্র-ছাত্রীদের হাতে প্লেকার্স, ফেস্টুন, ব্যানার দেখা যায় । তারা মহাসড়কের গাড়ি অবরোধ করে । ফলে দীর্ঘ সময় ঢাকা টাঙ্গাইল- মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির স্বীকার হয় যানবাহন, পরিবহন, পথচারীরা।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর কলেজের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে মো: লুৎফর রহমান, রফিকুল ইসলাম রফিক, আলাউদ্দিন খান, আব্দুস সালাম, জাহিদুর রহমান, মফিজুল ইসলাম সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *