কাশিয়ানীর নিশ্চিন্তপুরে ভূমি আইন লঙ্ঘন করে অবৈধ বালু উত্তোলন, এলাকাবাসী চরম ঝুঁকিতে

কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ভূমি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন ব্যবহার করে দিনের পর দিন চলমান এই বালু উত্তোলনের ফলে মারাত্মক ভূমিক্ষয় সৃষ্টি হয়েছে, যা স্থানীয় জনগণের জীবন ও সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ অনুসন্ধানে জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি মো. সিরাজুল ইসলাম রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে অবৈধ এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে নদী ও আশপাশের জমি থেকে বালু উত্তোলন করে আসছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার কারণে আশপাশের কৃষিজমি ধসে পড়ছে, বসতভিটা হুমকির মুখে পড়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অনেকে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ করেন। এলাকাবাসীর ভাষ্য, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে অচিরেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
“দিন-রাত ড্রেজার চলে। জমি ভেঙে যাচ্ছে, বাড়িঘর নদীতে চলে যাওয়ার উপক্রম। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। ভূমি আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ।
এলাকাবাসী দ্রুত অবৈধ ড্রেজার মেশিন অপসারণ, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমিক্ষয় রোধে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন আদৌ কার্যকর পদক্ষেপ নেয় কিনা, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন চলতেই থাকবে।

