কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি আরিফ খলিফা গ্রেফতার

প্রকাশিত: 10:28 am, December 18, 2025 | আপডেট: 10:28 am,

কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি আরিফ খলিফা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. আরিফ খলিফা (৩৫)–কে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১০ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে প্রায় এক বছর ধরে গৃহবধূ মোসা: রেহানা (২৮) তার স্বামী আরিফ খলিফার সঙ্গে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গত ১১ ডিসেম্বর দুপুর থেকে বিকালের মধ্যে যেকোনো এক সময় আরিফ খলিফা শারীরিক নির্যাতন করে স্ত্রী রেহানাকে হত্যা করে বলে অভিযোগ।

 

ঘটনার পর আরিফ খলিফা আশপাশের ভাড়াটিয়াদের কাছে মিথ্যা তথ্য দিয়ে জানান, তার স্ত্রী স্ট্রোক করেছেন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ বাসায় ফিরিয়ে এনে তিনি রেহানার মামা শাহিন আকনকে ফোন করে গুরুতর অসুস্থতার কথা জানান। বাসায় এসে মৃতদেহে আঘাতের চিহ্ন দেখে স্বজনদের সন্দেহ আরও ঘনীভূত হয়। বিষয়টি জানাজানি হলে আরিফ খলিফা পালিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

 

এ ঘটনায় রেহানার বাবা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং–৩৬, তারিখ–১৫/১২/২০২৫ খ্রি., ধারা–৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলার তদন্তের স্বার্থে র‌্যাব-১০ এর সহায়তা চেয়ে আবেদন করা হলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

 

এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন ধুমপাড়া এলাকা থেকে প্রধান আসামি মো. আরিফ খলিফা (৩৫)–কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *