কেরানীগঞ্জে উচ্চস্বরে গান-বাজনা বাজানো কেন্দ্র করে বাড়িতে ও মন্দিরে হামলা

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৪ | আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ণ,

 

হৃদয় ইসলাম :: ক্রাইম রিপোর্টার:::

কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের পশ্চিম পাড়া, দিঘির পাড়, এলাকায় উচ্চস্বরে গান-বাজনা বাজানো কেন্দ্র করে গত ১৫ই মে ২০২৪ইং রাত ১১টার দিকে বাড়িতে ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সকলেই সনাতন ধর্মানুলম্বী।

ঘটনার বিবরনীতে জানা যায়, ভুক্তভোগী সমির ঘোষ বলেন, রাত ১১টার সময় অনিক হিন্দু উচ্চস্বরে গান-বাজনা বাজাচ্ছিলো। এলাকার কয়েকজন মুরুব্বিরা বন্ধ করতে বললে বন্ধ করে নাই। আমি কাজের থেকে আসার পথে বাড়ীর সমনে নেমে দেখি অনিক হিন্দু উচ্চস্বরে গান-বাজনা বাজাচ্ছে। সাউন্ড কমাতে বললে সে সাউন্ড কমিয়েছেন। আমি চলে আসি বাড়ীতে , আসার কিছুক্ষণ পর বিপুল মজুমদার, পিতা, মৃত হরিপাল মজুমদার, অনিক মজুমদারদার, পিতা বরাত মজুমদার, সজিব মজুমদার, পিতা বিপুল মজুমদার, বরাত মজুমদার, পিতা নেপাল মজুমদারসহ আরো প্রায় ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং বাড়িতে ঢুকে দেশি অস্ত্র ও লোহার রড দিয়ে ঘর ও মন্দির ভাংচুর করে। এসময় তাদেরকে বাধা দিলে প্রজিত ঘোষসহ মহিলারা আহত হয়। তাদেরকে স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল (মিটফোর্ড) ভর্তি করা হয়।

ভুক্তভোগী সমির ঘোষ এ প্রতিবেদককে জানান, পূর্বের শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটানো হয়। কারণ প্রতিপক্ষের সাথে আমাদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে মামলা চলছে। এবিষয়ে প্রজিত ঘোষ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী জানান ওসি তদন্ত সরজিত কুমার ঘোষ এর কাছে মামলা করার ব্যাপারে কথা হলে, তিনি মামলা না নিয়ে নিজেদের মধ‍্যে মীমাংসার কথা বলেন এবং বলেন আপনার মামলা নিলে তাদের মামলাও নেওয়া হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *